শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ উপলক্ষে বান্দরবানে শুরু হচ্ছে ২ দিন ব্যাপী আন্তঃ উপজেলা ক্রীড়া প্রতিযোগিতা।রবিবার (৮ জানুয়ারি) সকাল আটটায় ফুটবল এবং হ্যান্ডবল ইভেন্ট এর খেলা দিয়ে শুরু হবে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা।জেলা ক্রীড়া সংস্থার আয়োজন এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।প্রতিযোগিতায় ছয়টি ইভেন্টে আড়াই শতাধিক খেলোয়াড় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করবে।
জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি দিপ্তী কুমার বড়ুয়া বলেন,প্রতিযোগিতার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।ইভেন্ট অনুযায়ী মাঠও প্রস্তুত।বিভিন্ন উপজেলার খেলোয়াড় ও কর্মকর্তারা জেলা ক্রীড়া সংস্থার সাথে দাপ্তরিক কার্যক্রম গুলো শুরু করেছে।মেধাবী ও দক্ষ খেলোয়াড় তৈরিতে এই প্রতিযোগিতা ক্রীড়া ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।তিনি আরও জানান,জেলা ক্রীড়া সংস্থা থেকে প্রতিটি ইভেন্ট এর জন্য একজন কে আহ্বায়ক করে উপকমিটি গঠন করা হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থা এর সহসাধারন সম্পাদক ও বক্সিং উপকমিটির আহ্বায়ক মুজিবুর রশিদ জানান,এবারের এই প্রতিযোগিতায় ফুটবল,বক্সিং,কারাতে,উশু,তায়াকুন্দু,হ্যান্ডবল ইভেন্টে বিভিন্ন উপজেলার প্রতিশ্রুতিশীল খেলোয়াড়রা অংশগ্রহন করবে।
সোমবার (৯ জানুয়ারী) বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হবে।এদিকে শনিবার (৭ জানুয়ারি) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়াম এর শেষ মুহুর্তের মাঠ প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন জেলা ক্রীড়া সংস্থা এর শীর্ষ কর্মকর্তারা।এদিকে প্রতিযোগিতা উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা কর্মকর্তা,বিভিন্ন ইভেন্ট এর কর্মকর্তা ও খেলোয়াড়দের পদচারনায় মুখর হয়ে উঠেছে বান্দরবান জেলা স্টেডিয়াম।