

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,এসএসসি বা সমমান পরীক্ষায় এবার বান্দরবান জেলায় পাসের হার বেড়েছে।চলতি বছরে পাসের হার দাঁড়িয়েছে ৭২ দশমিক ৭৫ শতাংশ।গেল বছরে জেলায় এসএসসি পরীক্ষায় পাশের হার ছিল ৭০ দশমিক ৩০ শতাংশ।রোববার (১২ মে) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরিদুল ইসলাম এ তথ্য জানান।বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে,এবার মোট ৪৭ টি স্কুলের ৪ হাজার ৪শত ৫৯ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ৩ হাজার ২ শত তিন জন শিক্ষার্থী পরীক্ষায় পাশ করে।জেলায় জিপিএ -৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৯৩ জন।এদিকে জেলায় মোট ১০ টি মাদ্রাসার ৪২৩ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ৩৪০ জন পাশ করে।মাদ্রাসা শিক্ষাবোর্ডে অধিনে জিপিএ-৫ পেয়েছে ৬ জন,পাশের হার ৮০.৩৭%।কারিগরি শিক্ষাবোর্ডের অধিনে জেলায় মোট ১৯০ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে এবং ১৪৭ জন পাশ করে,জিপিএ-৫ পেয়েছে ১ জন।কারিগরি বোর্ডের পাশের হার ৭২.৭৫%।পাশের দিক থেকে জেলায় এবারো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ এর শিক্ষার্থীরা এগিয়ে আছেন।এবার এই স্কুল থেকে তিনটি বিভাগে মোট ১৬৯ জন পরীক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে এবং ১৬৭ জন পাশ করে। পাশের হার ৯৮.৮২%।পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০ জন।গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে সারাদেশের ৩হাজার ৭০০টি কেন্দ্রে ২৯হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেন। এবছর পরীক্ষার্থী ছিলেন- ২০লাখ ২৪ হাজার ১৯২জন। প্রথম দিন বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ১২মার্চ। এরপর ১৩-২০মার্চের মধ্যে নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষা।