বান্দরবানে এবারও মাধ্যমিক সাফল্যের দৌড়ে এগিয়ে ক্যান্ট:পাবলিক স্কুল এন্ড কলেজ


বান্দরবান প্রতিনিধি প্রকাশের সময় :৬ মে, ২০১৯ ৮:৪২ : অপরাহ্ণ 846 Views

অন্যান্য বারের ন্যায় এবারও মাধ্যমিকে এগিয়ে বান্দরবানের অন্যতম বিদ্যাপীঠ ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজ।এ বছর বিদ্যালয়টির পাশের হার ৯৯.১৫।১শ’ ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১শ’ ১৭ জন এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০ জন।বিদ্যালয়টিতে গত বছরের তুলনায় এ বছর পাশের হার বেড়েছে। পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে আল ফারুক ইনস্টিটিউট।এবছর ৬৭ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৪ জন, তার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮ জন শিক্ষার্থী। তবে বিগত বছরের তুলনায় এ বছর ফলাফলে পিছিয়ে রয়েছে জেলা সদরের বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়।বিদ্যালয়টিতে শুরু থেকে জিপিএ-৫ কম-বেশি পেয়ে আসলেও এ বছর বিদ্যালয়টিতে জিপিএ-৫ পায় নি একজন শিক্ষার্থীও। ২শ’ ২৯ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১শ’ ৯২ জন।এদিকে জেলা সদরের অন্যান্য বিদ্যালয় গুলোর মধ্যে বালিকা উচ্চ বিদ্যালয়ে ২শ’ ৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১শ’ ৫১ জন, জিপিএ-৫ পেয়েছে ১০ জন, বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ে ৯২ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ৬০ জন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ৫৬ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৩ জন, তার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন।
বান্দরবান ক্যান্ট: পাবলিক স্কুল কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল রেজাউল করিম বলেন, গত বছরের তুলনায় এ বছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার বেড়েছে। একজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তবে বোর্ড চ্যালেঞ্জ করলে সেটাও আশা করি কৃতকার্য হবে।উল্লেখ্য, এ বছর মাধ্যমিক পরীক্ষায় বান্দরবান জেলা থেকে ৪ হাজার ৭০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে এর মধ্যে উত্তীর্ণ হয় ২ হাজার ৬শ’ ৬০ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ৭০ জন।জেলার পাশের হার ৬৫.৩৬।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!