পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ বলেছেন, মানুষের সেবায় যারা এগিয়ে আসেন,তারাই সমাজের শ্রেষ্ট মানুষ।মানুষকে সেবা দেওয়ার মাধ্যমেই উন্নত ও যোগ্য নাগরিক গড়ে তুলা সম্ভব।সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব প্রশংসনীয় ভূমিকা রাখছে।নেতৃত্ব বিকাশ এর মাধ্যমে উন্নতির চরম শিখরে পৌঁছে মানবসেবা নিশ্চিত করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।এপেক্স ক্লাবস অব বাংলাদেশ আয়োজিত এপেক্স ক্লাব অব বান্দরবান,সাঙ্গু এবং নীলাচল এর যৌথ পালাবদল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শনিবার (১৩ই মে) বান্দরবান এর অভিজাত হিলভিউ হোটেল এর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন এপেক্সিয়ান মো.মুজিবুর রশিদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর আইপিএনপি এপেক্সিয়ান রুহুল মাইন চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর জাতীয় কর্ম পরিচালক এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান।
সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব বান্দরবান এর বিদায়ী সভাপতি মো.জাহাঙ্গীর হোসাইন।এদিন শপথ বাক্য পাঠ করান জেলা গভর্নর (তিন) এপেক্সিয়ান শুভঙ্কর বড়ুয়া।পালাবদল অনুষ্ঠানে এপেক্সিয়ান দিলীপ কুমার বড়ুয়া কে ২০২৩ এর সভাপতি নির্বাচিত করা হয়।একই দিন এপেক্স ক্লাব অব নীলাচল এর সভাপতি হিসেবে মা নিং নিং এবং এপেক্স ক্লাব অব সাঙ্গু এর নতুন কমিটির সভাপতি হিসেবে পুরু কান্তি তঞ্চঙ্গ্যা কে নির্বাচিত করেন এপেক্সিয়ানরা।অনুষ্ঠানে ক্লাবের সদস্য,সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এপেক্স সংগঠকরা এসময় উপস্থিত ছিলেন।