

বান্দরবান অফিসঃ-বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বান্দরবান সদর উপজেলায় ২ কোটি ৯লক্ষ টাকার উন্নয়ন মুলক কাজের ভিত্তি প্রস্তর ও উদ্বোধন করা হয়।মঙ্গলবার সকালে উন্নয়ন মূলক কাজের ভিত্তি প্রস্তর ও উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।ভিত্তি প্রস্তর ও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মুজুমদার,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃশফিউল আলম,বম সম্প্রদায়ের প্রতিনিধি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল বম,বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত,বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী এম.আব্দুল আজিজ, বান্দরবান পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, আওয়ামীলীগ নেতা অজিৎ কান্তি দাশ,সাবেক ছাত্র নেতা রাশেদুল ইসলাম চৌধুরী,যুব নেতা সাজু বড়ুয়া (প্রকাশ ডাবলু),চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহারকী প্রকৌশলী তোশিক চাকমা,সহারকী প্রকৌশলী মোঃ এরশাদ,সদর উপজেলা প্রকল্পবাস্তাবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর,শৈল প্রভাত এলাকার ফারুক পাড়ার কারবারী হার-সিম-বম,গেৎশিমানি পাড়ার কারবারী,লাইমী পাড়ার কারবারী,বান্দরবানের প্রথম শ্রেণীর ঠিকাদার হাবিব,ঠিকাদর মোঃমোহাম্মদ জসিম উদ্দীন সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বর্তমাণ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মাদার অব হিউমিনিটি উপধি লাভ করেছেন,তিনি তিন হিল এর জন্য এত বেশী আন্তরিক তাকে আমরা তিন হিলের জনগণ মাদার অব হিলটেক্স উপাদী দিয়ে আমরা ডাকতে পারি,তিনি আমাদের পার্বত্য অঞ্চলের জনগণের উন্নয়নের জন্য অনেক বেশী চিন্তা করেন,তার জন্য আমি আমরা চির কৃতজ্ঞ।এই উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে পুনরাই নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরাই আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনবেন এই আহ্বান রাখলাম।তিনি আরো বলেন,বর্তমান সরকার গ্রামীণ এলাকার রাস্তাঘাটসহ ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন করে আসছে।তারই অংশ হিসেবে বান্দরবান,রাঙ্গামটি ও খাগড়াছড়ি প্রতিটি জেলার গ্রামে গ্রামে ধর্মীয় প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার গুলোর নির্মাণ ও নতুন রাস্তা তৈরী,পুরনো রাস্তাঘাট সংস্কার ও মেরামতের কাজে বিপুল অর্থ ব্যয় করছে,তিন পাবর্ত্য জেলাগুলোর উন্নয়নে নিয়োজিত সরকারি উন্নয়ন প্রতিষ্ঠান গুলো। ভিত্তি প্রস্তর প্রকল্পগুলো হলো-বান্দরবান সদর উপজেলার গেৎশিমানি পাড়া (বম পাড়া) কমিউনিটি সেন্টার নির্মাণ,গেৎশিমানি পাড়া বাজার শেড নির্মাণ,গেৎশিমানি পাড়ার অভ্যন্তরীণ রাস্তা রিজিড পেভমেন্টকরণ।সদর উপজেলার লাইমী পাড়ায় আর.সি.সি রাস্তা নির্মাণ,লাইমী পাড়ায় কমিউনিটি সেন্টার নির্মাণ,লাইমী পাড়ায় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর ক্লাব ঘর নির্মাণ কাজের ভিত্তি স্থাপন এবং বান্দরবান সদর উপজেলার ফারুক পাড়া (নিচের পাড়া) দ্বিতল কমিউনিটি সেন্টার নির্মাণ কারে শুভ উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী।