

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার (২৫ মে) বিকেলে বান্দরবানের হিলভিউ কনভেনশান হলে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা,সাবেক ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান শাহীনুল ইসলাম,জেলা প্রশাসক মো:দাউদুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর প্রকল্প পরিচালক মো:আব্দুল আজিজ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো:ইয়াছির আরাফাত,সহকারী প্রকৌশলী মো:এরশাদসহ সরকারি বেসরকারি কর্মকর্তারা।এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং ইফতার পর্বে অংশ নেয় আগত অতিথিরা।