

নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা বাতিল, ভারতে মুসলিম নির্মূল ও গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদ জানিয়েছে বান্দরবানের আলেম সমাজ।সোমবার (২৯ এপ্রিল) সকালে বান্দরবান প্রেসক্লাবে আ’ইম্মা-উলামা ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।আলেমরা বলেন,রক্তস্রোতে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকার দায়িত্বভার গ্রহণ করেছেন।তবে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের অধীনে নারী সংস্কার কমিশন নারী অধিকারের নাম দিয়ে কোরআন,ইসলামী পারিবারিক আইন ও উত্তরাধিকার আইন সংস্কার প্রস্তাবে ইত্যাদি ক্ষেত্রে মুসলমানদের ঈমান ও আকিদার উপর আঘাত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এসময় তারা নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব সমূহ বাতিল করে নতুন করে সংস্কার কমিশন গঠনের পাশাপাশি ফিলিস্তিন,ভারতে মুসলমান নির্যাতনের প্রতিবাদে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।এসময় বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও আইম্মা-উলামা ঐক্য পরিষদ সভাপতি মাওলানা আলাউদ্দিন ইমামী,সেক্রেটারি ও বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী এহসানুল হক আল মুঈন,মাওলানা আবুল কালাম,মাওলানা আবদুল আওয়াল,শোয়াইবুল ইসলাম,শহিদুল ইসলাম, মুজিবুল হকসহ বিভিন্ন এলাকার আলেম উলেমা উপস্থিত ছিলেন।