

বান্দরবানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর জেলা কমান্ড্যান্ট কার্যালয় চত্বর থেকে বৃক্ষরোপন কর্মসূচী এর শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার (২৯ জুলাই) জেলা কমান্ড্যান্ট কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ৩টি গাছের চারা রোপনের মাধ্যমে জেলা পর্যায়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মো.নূরুজ্জামান, পিভিএম।জানা যায়,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক সারা দেশে বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছেন।এরই ধারাবাহিকতায় বাহিনীর সকল ইউনিটে (একাডেমি/আনসার ব্যাটালিয়ন/জেলা/উপজেলা ও ক্লাব-সমিতি) বৃক্ষরোপণ কর্মসূচীতে মোট ৫০ হাজার গাছের চারা রোপণের নির্দেশনা প্রদান করা হয়।এরই অংশ হিসেবে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় চত্বরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,বান্দরবান পার্বত্য জেলায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।উদ্বোধনের পর বান্দরবান জেলার সকল উপজেলার সরকারি জায়গায় ও উপজেলা পর্যায়ে আনসার-ভিডিপি ক্লাব-সমিতি সমূহের সরকারি জায়গায়,রাস্তার ধারে ফলদ,বনজ ও ভেষজ ০৩ ধরনের ৭০০ এর অধিক গাছের চারা রোপণ করা হয়।এসময় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এর বান্দরবান শাখা ব্যবস্থাপক মো.আবু রাসেল,উপজেলা আনসার ও ভিডিপি কর্মর্কতা (সদর) লাকী বড়ুয়াসহ জেলা কার্যালয়ে কর্মরত আনসার ব্যাটালিয়ন সদস্য ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।বান্দরবান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর জেলা কমান্ড্যান্ট কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।