বান্দরবানে ২০২৩-২৪ অর্থবছরে অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে মাসিক কল্যান ভাতা মঞ্জুরির অনুদানের চেক বিতরন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ জুন) উপজেলা নির্বাহী অফিসারদের সহায়তায় বান্দরবান সদরসহ বিভিন্ন উপজেলার সংস্কৃতিসেবীদের মাঝে অনুদানের এই চেক বিতরন করা হয়।
বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন আয়োজিত চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুম,সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা,সিনিয়র সহকারী কমিশনার দিদারুল আলমসহ সাংবাদিক,বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সংস্কৃতিসেবীরা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসন সুত্রে জানা যায়,এদিন বান্দরবান সদর,লামা ও রুমা উপজেলার ২৫জন সংস্কৃতিসেবীর প্রত্যেককে পনেরো হাজার ছয়শো টাকা করে সর্বমোট তিন লক্ষ নব্বই হাজার টাকার চেক বিতরন করা হয়।উল্লেখ্য,সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে অসচ্ছল সংস্কৃতি সেবীদের ভাতা এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে অনুদান প্রদানের নিমিত্ত ‘আর্থিকভাবে অসচ্ছল সংস্কৃতিসেবীদের ভাতা মঞ্জুরি নীতিমালা’ ও ‘সাংস্কৃতিক প্রতিষ্ঠান অনুদান মঞ্জুরি নীতিমালা’ রয়েছে।নীতিমালা মোতাবেক অসচ্ছল সংস্কৃতিসেবী এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কাছ থেকে মন্ত্রণালয়ের নির্ধারিত আবেদন ফরমে জেলা প্রশাসক এবং ঢাকা মহানগরের ক্ষেত্রে মহাপরিচালক,বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে।
এদিকে একইদিন বিভাগীয় কমিশনার প্রদত্ত বিশেষ অনুদান থেকে আর্থিক সহায়তার চেকও বিতরন করা হয়।অসহায়, হতদরিদ্র,শিক্ষার্থী,ক্রীড়া সংগঠনসহ ৩০জন কে এক লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করে জেলা প্রশাসন।জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এসব উপকাভোগীদের মাঝে অনুদানের চেক তুলে দেন।এবিষয়ে,উপকারভোগী শিক্ষার্থীরা জানান অনুদানের এই চেক তাদের পড়াশোনা এগিয়ে নিতে ভূমিকা রাখবে।