বান্দরবান পৌরসভার গুরুত্বপূর্ণ ম্যাকছি খালের ময়লা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন।জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর আহবানে সাড়া দিয়ে সারাদেশ থেকে বান্দরবানে এসেছে ‘বিডি ক্লিন বাংলাদেশে’র প্রায় ছয় শতাধিক সেচ্ছাসেবক।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বান্দরবান জজ কোর্ট এলাকায় ম্যাকছি খালের ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বায়ক (এসডিজি) মো.আখতার হোসেন।এমন উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে আহ্বান জানান তিনি।ম্যাকছি খাল উদ্ধার এবং পরিষ্কার পরিচ্ছন্ন উদ্যোগ গ্রহণ করেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। এমন উদ্যোগকে স্বাগত জানায় সামাজিক সংগঠন ‘বিডি ক্লিন’।জেলার বিভিন্ন নদনদী পরিষ্কারের পাশাপাশি পর্যটন নগরীকে আরও আর্কষণীয় করতে বিডি ক্লিনকে সঙ্গে নিয়ে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।এসময় বান্দরবান পৌরসভা এর মেয়র মো.সামসুল ইসলামও এমন অভিনব আয়োজন কে স্বাগত জানিয়ে নিজেও অভিযানে অংশ নেন।পরে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন,বান্দরবানের সৌন্দর্য রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।বিডি ক্লিনের সদস্যরা এমন অভিযানে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বান্দরবান আসলেন এবং উদারতার একটি অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন।পর্যটন শহর বান্দরবান জেলা কে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে হলে আমাদের নাগরিকদের সচেষ্ট থাকতে হবে।বান্দরবান জেলা প্রশাসন এবং বান্দরবান পৌরসভা এর সহযোগিতায় বিডি ক্লিন সদস্যরা এদিন ম্যাকছি খাল এর প্রায় ১.৫ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্ট বর্জ্য পরিষ্কার ও অপসারন করেন।ঢাকা,চট্টগ্রাম,ফেনী,নোয়াখালী,চাঁদপুর,খাগড়াছড়ি, বান্দরবানসহ বিভিন্ন জেলা এর প্রায় ছয় শতাধিক সদস্য এমন মহতী একটি কার্যক্রমে অংশ নেন।স্থানীয় জনসাধারনও এমন কার্যক্রম কে স্বাগত জানিয়েছে।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.