

সিএইচটি নিউজ ডেস্কঃ-বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নেরবরইতলী গ্রামে জনৈক রুপায়ন বড়–য়ারমৎস্য খামারের পানি নিষ্কাশনের জন্য ৩পাহাড় কেটে নালা নির্মাণের সময় মাটি চাপাপড়ে একজন নারীসহ তিনজন নিহতহয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সরোয়ার কামাল বলেছেন, মাটির নিচে চাপাপড়া তিনটি লাশ উদ্ধারের পর রাত ৮টায় উদ্ধার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়েছে।ওই তিনটি লাশ ময়না–তদন্তের জন্যে রাতেবান্দরবান সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়।নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আলমগীর রাতে জানান,সোমবার দুপুরে ওই এলাকায় পাহাড় কাটার সময় মাটিচাপা পড়েনিখোঁজ হন একজন নারীসহ ৫ জনমাটিকাটার কাজে নিয়োজিত শ্রমিক।তাদের মধ্যে দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারকরা গেলেও একজন নারীসহ তিন শ্রমিক নিহত হন। উদ্ধারকৃত গুরুতর আহত ২ জনেরনাম হচ্ছে নুরুল হাকিম এবং নুর মেহাম্মদ।সর্বশেষ রাত সাড়ে ৮টায় উপজেলা প্রশাসন এবং পুলিশ সূত্রে পাওয়া তথ্য মতে মাটি চাপায় নিহতরা হচ্ছে আবু আহমেদ,সোনা মেহের ওজয়নাল আবেদীন।নাইক্ষংছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী জানান, আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।জেলা প্রশাসক মো.আসলাম হোসেনজানিয়েছেন,অবৈধভাবে পাহাড়কেটে নালানির্মাণকারীর বিরুদ্ধে মামলা রুজু করা হবেএবং ঘটনার তদন্ত হবে।