

বান্দরবানের ছয় ব্যবসায়ীকে সেরা করদাতা সম্মাননা পেয়েছেন।বুধবার (২৪ নভেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে তাদের এ সম্মাননা দেওয়া হয়।সম্মাননা প্রাপ্তদের হাতে স্মারক তুলে দেন চট্টগ্রাম চেম্বার অব কর্মাসের সভাপতি মাহবুবুল আলম।সম্মাননা প্রাপ্তরা হলেন-কাজল কান্তি দাশ,মোহাম্মদ নুরুল আবছার,মো.আলী,রাজু বড়ুয়া,হুরে জান্নাত হুরাইন ও সায়েদ মো.জুয়েল।এদের মধ্যে প্রথমবারের মতো সেরা করদাতার স্মারক পেয়েছেন বান্দরবানের তরুণ ব্যবসায়ী ও ঠিকাদার রাজু বড়ুয়া ও সায়েদ এবং নারী উদ্যোক্তা হিসেবে হুরে জান্নাত।আয়োজিত অনুষ্ঠানে বান্দরবান সহ আরও ৪ টি জেলার সর্বমোট ৪২ জন করদাতাকে সম্মাননা দেওয়া হয়।অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার আমিরুল ইসলাম ও তাসনিম আফরিন।সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানের আহ্বায়ক ও কর অঞ্চল-১ এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কর্মাসের সভাপতি মাহবুবুল আলম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কর কমিশনার (অঞ্চল-৪) এমএম ফজলুল হক।শুভেচ্ছা বক্তব্য দেন কর কমিশনার একেএম হাসানুজ্জামান।এসময় উপস্থিত ছিলেন কর আপিল কমিশনার মঞ্জু মান আরা বেগম,মেট্রোপলিটন চেম্বার সিএমসিসিআই পরিচালক জাহাঙ্গীর আলম চৌধুরী,কর আইনজীবী সমিতির সভাপতি এনায়েত উল্লাহসহ প্রমুখ।