

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-এবারের ভারী বর্ষণ ও পাহাড় ধসে পার্বত্য জেলা বান্দরবানের সড়কগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।জেলার ৭টি উপজেলায় সড়ক জনপথ ও সেনা প্রকৌশলের সংস্কারের আওতাধীন প্রায় ১শ কিলোমিটার সড়কই ক্ষতিগ্রস্ত।সড়ক জনপথ বিভাগের হিসাব মতে এবার ভারী বর্ষণে বান্দরবানের গুরুত্বপূর্ণ ৯টি সড়কের প্রায় ৩শ কোটি টাকার ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামতের জন্য সরকারের কাছে ৮ কোটি টাকা চেয়ে আবেদন করেছে সড়ক জনপথ বিভাগ।এদিকে পাহাড় ধসের ফলে প্রায় এক মাস ধরে বন্ধ থাকা রুমা উপজেলার সাথে সড়ক যোগাযোগ চালু হলেও যেকোনো সময় তা আবারো বন্ধ হয়ে যেতে পারে।এছাড়া দেশের সর্বোচ্চ সড়ক থানচির ডিম পাহাড় সড়কটিও ভাঙ্গনের ফলে ঝুঁকির মধ্যে পরেছে।অনেক সড়কের অস্তিত্বই নেই।খোজ নিয়ে জানা গেছে,গেল জুন মাসে ভারী বর্ষণ ও পাহাড় ধসের ফলে বান্দরবানের সড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।রুমা সড়কের ওয়াই জংশন এলাকাসহ বেশ কয়েকটি স্থানে সড়কের উপর পাহাড় ধসে পরায় এই সড়কটিতে প্রায় এক মাস ধরে যান চলাচল বন্ধ ছিল।অন্যদিকে দেশের সর্বোচ্চ সড়ক থানচি-আলীকদম ডিম পাহাড় সড়কটির বেশিরভাগ অংশই ধসে পরেছে।এছাড়া চিম্বুক-থানচি সড়ক,বান্দরবান-কেরানীর হাট সড়ক,বান্দরবান-রোয়াংছড়ি সড়ক,চকরিয়া-লামা-আলীকদম সড়ক,রামু-নাইক্ষ্যংছড়ি সড়ক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়।এসব সড়কের বিভিন্ন জায়গায় পেভমেন্ট ধসে পড়েছে।ক্ষতিগ্রস্ত হয়েছে কালভার্ট,বেইলি ব্রিজসহ সড়কের পাশের অংশ।
সড়ক জনপথ বিভাগ সম্প্রতি এসব ক্ষতিগ্রস্ত সড়ক জরিপ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন সড়ক জনপথ বিভাগের আড়াইশ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় ৭০ কিলোমিটার সড়কই কমবেশি ক্ষতিগ্রস্ত।অন্যদিকে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের সংস্কার কাজের আওতাধীন ওয়াইজংশনের রুমা সড়ক,চিম্বুক থানচি সড়ক,বান্দরবান চিম্বুক সড়কসহ বেশ কয়েকটি সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে।বান্দরবান সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম খান জানান,বান্দরবানের গুরুত্বপূর্ণ ৯টি সড়কে এবার ভারী বর্ষণে ৩০৪ কোটি ১৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। এরমধ্যে এসব সড়ক দ্রুত মেরামতের জন্যে মন্ত্রণালয়ের কাছে ৮ কোটি টাকা চাওয়া হয়েছে।এছাড়া মধ্য মেয়াদী সংস্কারে ১৫ কোটি ৫০ লক্ষ টাকা ও দীর্ঘ মেয়াদী সংস্কারের জন্য ২শ ৮৫ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে ইতোমধ্যে সংস্কার কাজ শুরু করা হয়েছে বলে জানান তিনি।অন্যদিকে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ ১৯ ইসিবির উপ-অধিনায়ক মেজর ইফতেখার শাহরিয়ার জানান,বান্দরবান চিম্বুক ও ওয়াইজংশনের রুমা সড়ক দুটির বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে।গত ১২ জুনের পর থেকে বন্ধ থাকা রুমা সড়কটি চালু করতে সেনাবাহিনীর সদস্যরা প্রচুর পরিশ্রম করেছে।প্রায় এক মাস বন্ধ থাকার পর বর্তমানে সড়কটিতে যান চলাচল শুরু হয়েছে।(((মিনারুল হক,পরিবর্তন ডটকম)))