বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদ এর উদ্যোগে ফায়ার স্ট্যান্ড বিতরণ,নৈশ প্রহরী নিয়োগ ও শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নিতে বিশেষ আবর্জনা পরিষ্কারে বিশেষ গাড়ি হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বান্দরবান বাজার জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদ এর সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম,সিনিয়র সহকারী কমিশনার অরুপ রতন সিংহ,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিলসহ বান্দরবান বাজারের ব্যবসায়ীরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বাজারে শৃঙ্খলা ফেরাতে ব্যবসায়ীদের ঐক্যের কোন বিকল্প নেই।রমজান আসলেই ব্যবসায়ীদের মধ্যে একটি সিন্ডিকেট চক্র কৃত্রিম সংকট দেখিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেয়।যাতে করে কোন সিন্ডিকেট নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান বীর বাহাদুর।এসময় অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে ১শ টি ফায়ার স্ট্যান্ড সেট বিতরন,বাজারের আবর্জনা সরিয়ে নিতে ৩টি গাড়ী হস্তান্তর করা হয়।এছাড়াও রাতে বাজার এলাকায় নিরাপত্তার জন্য ১০ জন নৈশপ্রহরী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।