

গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে আগুনে ক্ষতিগ্রস্থ ১২টি দোকান ও তিনটি বসতবাড়ির ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করেছে বান্দরবান জেলা প্রশাসন। বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম।জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মামুনুর রশীদ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।এসময় ক্ষতিগ্রস্থ প্রত্যেক কে নগদ ৫০০০ টাকা করে অর্থ সহায়তা ও ৩০ কেজি করে চাল বিতরণ প্রদান করা হয়।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ক্ষতিগ্রস্থ বাজারটি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।এদিকে বান্দরবানের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার বলেন,সম্মানিত জেলা প্রশাসক,বান্দরবান মহোদয়ের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে মানবিক বিবেচনায় এই সহায়তা প্রদান করা হয়েছে।ক্ষতিগ্রস্তদের সার্বিক খোঁজখবরও রাখছে জেলা প্রশাসন এবং পরবর্তীতে তাদেরকে আরও কিভাবে সহায়তা করা যায় তা নিয়ে বান্দরবান জেলা প্রশাসন কাজ করছে।উল্লেখ্য,গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) প্রথম প্রহর রাত তিনটায় বাঘমারা বাজারের পঞ্চয়ন দাশ এর চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে।পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলা থেকে ফায়ার সার্ভিস এর ২টি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।এতে কোটি টাকার ক্ষতি হওয়ার কথা জানিয়েছে ক্ষতিগ্রস্থরা।