

বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার উদ্যোগে বান্দরবান জেলা সদর হাসপাতালের কনফারেন্স হলরুমে জেলা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে ২য় বারের মতো শহিদুল ইসলাম টিপু ও সাধারণ সম্পাদক হিসেবে ১ম বারের মতো মাহবুবুল আলম নির্বাচিত হন। উল্লেখ্য যে, গত ২৪/১০/২০১৪খ্রি: সালে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ শেষ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে পুনরায় নতুন কমিটি গঠন করা হয়। এসময়ে বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার ৭টি উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক সহ উপস্থিত ছিলের এসোসিয়েশনের বিভিন্ন নেত্রীবৃন্দ। উক্ত সভায় বান্দরবান জেলার প্রায় সকল উপজেলার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদের উপস্থিতিতে কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের দায়িত্বে ছিলেন সংগঠনের উপদেষ্টা ইয়াছিন শরীফ চৌধুরী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, আলীকদম; আমজাদ হোসেন চৌধুরী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, লামা; সলিল কান্তি ত্রিপুরা, স্বাস্থ্য পরিদর্শক, আলীকদম সহ আরো অনেকে। আগামী ০১ (এক) মাসের মধ্যে নতুন সভাপতি-সাধারণ সম্পাদককে ০১ (এক) টি ২১ (একুশ) সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার অনুরোধ করেন। উক্ত কমিটির মেয়াদ ০৩ (তিন) বৎসর পর্যন্ত বলবৎ থাকবে।