বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বান্দরবানে হয়ে গেলো সাংস্কৃতিক অনুষ্ঠান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২০ ডিসেম্বর, ২০২৪ ১:২৫ : পূর্বাহ্ণ 100 Views

বান্দরবানে শেষ হলো “ঐ ধূমকেতু আর উল্কাতে,চায় সৃষ্টিটাকে উল্টাতে” প্রতিপাদ্যকে সামনে রেখে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত,নৃত্য ও আবৃত্তি বিভাগ এর আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠি ইনস্টিটিউট হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা শিল্পকলা একাডেমি এর সভাপতি অধ্যাপক থানজামা লুসাই।জেলা পরিষদ সদস্য ও শিল্পকলা একাডেমি সংক্রান্ত আহ্বায়ক মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম,বাংলাদেশ শিল্পকলা একাডেমি এর উপপরিচালক (নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ) মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। বান্দরবান জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সংস্কৃতিক অনুষ্ঠানে সহযোগিতা করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযোদ্ধের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।বান্দরবান জেলা শিল্পকলা একাডেমি এর সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চুর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতেই সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই মহান মুক্তিযুদ্ধ এবং ২৪ এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।এসময় তিনি,৭১ ও ২৪-এর শহীদ ও যোদ্ধাদের আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।পরে বান্দরবানের স্থানীয় বিভিন্ন শিল্পগোষ্ঠীর শিল্পীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি,নৃত্য এবং সংগীত পরিবেশন করে।সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য ম্যা ম্যা নু,এডভোকেট মাধবী মারমা,মংএচিং চাকসহ সাংবাদিক, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি,অভিবাবকবৃন্দ এবং দর্শনার্থীরা এসময় উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান উপভোগ করেন।বাংলাদেশ শিল্পকলা একাডেমির দায়িত্বশীলরা জানান,একযোগে দেশের ১৫টি জেলায় এমন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!