

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান থানচি কলেজসহ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন।এ সময় বলিপাড়া ৩৩ বিজিবি’র সিও লে:কর্ণেল মো:হাবিবুর হাসান পিএসসি,ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তানভির আজম ছিদ্দিকী,অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো:আবদুল আজিজ,থানচি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
থানচি কলেজ উদ্বোধন কালে প্রধান অতিথি প্রতিমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি বলেন,এখানকার জনগন অতি দরিদ্র।তাদের পক্ষে ছেলে মেয়েদের লেখা পড়া করানো কোন ভাবেই সম্ভব নয়।আজ কলেজটি চালু হওয়ার ফলে দরিদ্র শিক্ষার্থীরা সহজেই উচ্চ শিক্ষা লাভ করতে পারবে।তিনি আরো বলেন,বর্তমান সরকার বান্দরবানের ৩টি কলেজকে সরকারীকরণ করেছে।শিক্ষার মান ভাল হলে এ কলেজটিও সরকারী করণ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।এর আগে থানচি ফায়ার ষ্টেশনের ভিত্তিপ্রস্তর এবং পরে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের ভিত্তিপ্রস্তর ও থানচি রেষ্ট হাউজ এর ভবন উদ্বোধন করেন।
উল্লেখ্য ফায়ার ষ্টেশন এর ভবন নির্মাণ বাবদ ব্যয় ২কোটি ৫০হাজার,উপজেলা ভবন সংস্কারের জন্য ২৫লাখ ও থানচি উপজেলা রেষ্ট হাউজ নির্মাণ বাবদ ৪৫ লাখ টাকা ব্যয় করা হচ্ছে,আর দুর্গম থানচি উপজেলায় এই ধরনের উন্নয়নমুলক কমকার্ন্ড বাস্তবায়িত হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।