

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বর্তমান সরকারের আমলে পার্বত্য এলাকায় চিকিৎসা সেবার মান উন্নত হয়েছে,দুর্গম পার্বত্য জেলার আনাছে কানাছে সকলে স্বাস্থ্য সেবা পাচ্ছে এবং আগামীতে চিকিৎসা সেবার উন্নয়নে আরো নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবেএমটাই মন্তব্য করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।শনিবার সকালে বান্দরবান পৌরসভার একমাত্র ডায়বেটিস হাসপাতাল ভবন সম্প্রসারণ উদ্বোধন অনুষ্টানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসময় ফিতা কেটে পার্বত্য চট্ট্রগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৬৮লক্ষ ৮৫ হাজার টাকা ব্যায়ে দ্বি-তল বিশিষ্ট ডায়বেটিস হাসপাতালের ভবন উদ্বোধন করেন।পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১কোটি ৫০লক্ষ টাকা ব্যয়ে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের চা বোর্ড হতে য়াগইন পাড়া পর্যন্ত রাস্তা নির্মাণ ও ১কোটি টাকা ব্যয়ে ¤্রাে আবাসিক উচ্চ বিদ্যালয়ের একাডেমি ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
এসময় অনুষ্টানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো:হারুণ-অর-রশীদ,নেজারত ডেপুটি কালেক্টর হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ,অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন,পৌর মেয়র ও বান্দরবান ডায়বেটিস হাসপাতালের সভাপতি মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,পার্বত্য চট্ট্রগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো:আব্দুল আজিজ,সহকারী প্রকৌশলী মো:ইয়াছির আরাফাত,প্রেসক্লাবের সাবেক সভাপতি মো:বাদশা মিয়া,সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ প্রমুখ।