“শতবর্ষে জাতির পিতা,সুবর্ণে স্বাধীনতা-অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা ও সম্মাননা স্বারক প্রদানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস”২০২১।শনিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।পরে বান্দরবান জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এসময় তিনি বলেন,সংখ্যার দিক দিয়ে বিশ্বের ষষ্ঠ সর্বোচ্চ স্থানে থাকা বাংলাদেশের অভিবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।বাংলাদেশ বর্তমানে বিশ্বের অষ্টম সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী দেশ।স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অভিবাসীরা ২৪৯ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছে।এই বিপুল পরিমাণ রেমিটেন্স এদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রযাত্রায় বিরাট বড় ভূমিকা রেখেছে।বান্দরবান জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের যৌথ আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজা সরওয়ার,জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান,জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো.নজির উল্যা,জনশক্তি জরীপ কর্মকর্তা মো.মোস্তফা কামালসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ইসলামী ব্যাংক,বান্দরবান শাখা এবং সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসেবে একজন পুরুষ ও একজন নারীকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।একই দিন সকালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মূলমন্ত্র “কেউ যেন বাদ না যায়” এর আলোকে বান্দরবান জেলা কারাগারে কারাবন্দিদের কোভিড-১৯ টিকা প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।উদ্বোধনী দিনে বান্দরবান স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় ৩০০ জন কারাবন্দিকে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়।উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি,উপপরিচালক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত সিভিল সার্জন ডা.অংশৈ প্রু,নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।