“দ্বন্ধে কোনো আনন্দ নাই,আপস করো ভাই,লিগ্যাল এইড আছে পাশে,কোনো চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে উদযাপন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।দিবসটি উপলক্ষ্যে সোমবার (২৮ এপ্রিল) সকালে বান্দরবান জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ও দায়রা জজ আদালত এর সম্মেলন কক্ষে গিয়ে সমবেত হয়।এসময় বান্দরবান জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মো.জামিউল হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
সভায় অন্যান্যদের মধ্যে বান্দরবান সেনা জোন এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান,জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ হোসনে আরা বেগম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজউদ্দিন ইকবাল, অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আবু তালেব,অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল করিম,জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মুহাম্মদ আবুল কালামসহ সরকারি বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তা,আইনজীবী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, আর্থিকভাবে অসচ্ছল,অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারি খরচে এই সেবা প্রদান করে আসছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা।শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এই আইনি সেবা প্রদান করা হয়।পরবর্তীতে সুপ্রিম কোর্ট,ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল,দেশের কারাগারগুলোতে এ সেবা চালু হয়,আর প্রতিবছর ২৮এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়ে আসছে।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2025 Chttimes.com. All rights reserved.