

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বান্দরবান সেক্টরের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।এ উপলক্ষে সোমবার শহরের সেক্টর রিয়ার কার্যালয়ে এক আড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন,বর্ডার গার্ড বাংলাদেশ বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম,জেলা দায়রা জজ লামং,বিজিবির বান্দরবানের সেক্টর কমান্ডার কর্নেল শরিফ হোসেন,বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,বোমাং রাজা উচ প্রু চৌধুরী,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,অতিরিক্ত পুুলিশ সুুুপার অনির্বান চাকমা,পৌর মেয়র মোঃইসলাম বেবী উপস্থিত ছিলেন।পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।এছাড়া দোয়া ও প্রীতি ভোজেরও আয়োজন করা হয়।অনুষ্ঠানে সেনাবাহিনী,বিজিবির কর্মকর্তা ছাড়াও বান্দরবানের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও স্থানিয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থি স্বাভাবিক রাখতে বিজিবি বান্দরবান সেক্টরের সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।এ ধারা অব্যহত রাখতে তিনি সবার সহযোগিতা চেয়েছেন। উল্লেখ্য ২০১৩ সালের এপ্রিলে চট্রগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত ট্রেনিং সেক্টারে বান্দরবান সেক্টরের যাত্রা শুরু হয়।পরে এই সেক্টরের আওতায় রুমা ও আলীকদম নতুন দুটি ব্যাটালিয়নের কার্যক্রমও শুরু হয়।এ সেক্টরের কার্যক্রমের আওতায় ভারত ও মায়ানমার সীমান্তের বিস্তৃর্ণ অঞ্চল এখন সুরক্ষিত।