

বান্দরবান অফিসঃ-বর্ডার গাড বাংলাদেশ এর একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড স্কুল (বিজিটিসিএন্ডএস),বাইতুল ইজ্জত,সাতকানিয়া,চট্টগ্রাম এর ৯১তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ বৃহস্পতিবার (বিজিটিসিএন্ডএস) মাঠে অনুষ্ঠিত হয়।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন, এমপি।অভিবাদন মঞ্চে প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন,বিএসপি,বিজিবিএম,এনডিসি, পিএসসি,পি ইঞ্জ।বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড স্কুল এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসেন,এনডিসি,পিএসসি,এছাড়াও অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,২৮ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোঃজাহাঙ্গীর কবির তালুকদার, এডব্লিউসি,পিএসসি, বোমাং সার্কেল এর রাজা প্রকৌশলী উচ প্রু চৌধুরী সহ চট্টগ্রাম অঞ্চলের সামরিক ও বিজিবির উর্দ্ধতন কর্মকর্তাগণ,স্থানীয় বেসামরিক প্রশাসন ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা গণ,স্থানীয় জনপ্রতিনিধিগণ,সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এবং নবীন সৈনিকদের অভিবাকবৃন্দ উপস্থিত থেকে এই সমাপনী কুচকাওয়াজ উপভোগ করেন।কুচকাওয়াজে প্যারেড কমান্ডার ছিলেন মেজর কাজী মঞ্জুরুল ইসলাম এবং প্যারেড এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোঃশাহাদত হোসেন।প্রধান অতিথি বক্তব্যে শ্রদ্ধাভরে স্বরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।তিনি আরো শ্রদ্ধা জানান আমাদের মহান মুক্তিযুদ্ধে আতেœাৎসর্গকারী সকল বীর শহীদদেরকে।তিনি স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী বর্ডার গার্ড বাংলাদেশ এর শহীদ বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রইফ,শহীদ বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ এবং মুক্তিযুদ্ধে অনন্য অবদানের জন্য এ বাহিনীর ৮ জন বীরউত্তম,৩২ জন বীরবিক্রম,এবং ৭৭ জন বীর প্রতীক খেতাবে ভূষিতদেরও শ্রদ্ধাভরে স্বরণ করেন। তিনি নবীন সৈনিকদের উদ্যোশ্যে বলেন “আজ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ এর একজন সদস্য হিসেবে তোমাদের উপর অর্পিত হলো দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব”।তিনি এ বাহিনীর চারটি মূলনীতি-মনোবল,ভ্রাতিৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা সম্পর্কে তাদের দৃস্টি আর্কষণ করে এ মূলনীতিগুলোর প্রতি বিশ্বস্ত থেকে এবং তা হৃদয়ে ধারণ করে আগামীতে অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠার সাথে পালন করতে উপদেশ প্রদান করেন। প্রধান অতিথি ৯১ তম রিক্রুট ব্যাচ এর ৫৩৫ জন নবীন সৈনিকদের মধ্যে বিষয়ভিত্তিক ১ম স্থান অর্জনকারী ও সর্ব বিষয়ে শ্রেষ্ট নবীন সৈনিক এর মাঝে পুরুস্কার বিতরন করেন।তিনি শ্রেষ্ঠ নবীন সৈনিক সিপাহী (জিডি) মোঃতুহিন মিয়াকে অভিনন্দন জানান।তাছাড়া ঝাঁকজমনপূর্ণ এ অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড স্কুলের কমান্ড্যান্টসহ সকল অফিসার এবং অন্যান্য সকল সদস্যকে আন্তরিক অবিনন্দন ও মোবারকবাদ জানান।