ভয়াবহ বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার (২৬ আগস্ট) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যার্তদের মাঝে ফুড প্যাকেট (খাদ্য সামগ্রী) হিসেবে এই ত্রাণ সামগ্রী বিতরন করেন।
এসময় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন,দুর্যোগ শুরু থেকে এখন পর্যন্ত অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠান এর পাশাপাশি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।জেলা সদরের পাশাপাশি উপজেলা পর্যায়েও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সদস্যরা ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করছে এবং তাদের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে বিতরন করা হচ্ছে।পার্বত্যমন্ত্রী বলেন,বর্তমান সরকার সাধারণ জনগণের পাশে অতীতেও ছিল আগামীতেও থাকবে।বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু:স্থদের কথা চিন্তা করে আর তাই যেকোন দুর্যোগে সাধারণ জনগণের কষ্ট লাগবে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
এসময় বন্যায় পৌর এলাকার ৯টি ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্থ ১হাজার পরিবারকে মাথাপিছু সাড়ে ৭ কেজি চাউল,১ কেজি মশুর ডাল,১ লিটার সয়াবিন তেল,১ কেজি লবন,১ কেজি চিনি,৫০০ গ্রাম সুজির প্যাকেট ত্রাণ সহায়তা দেয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফজলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম,পৌরসভার মেয়র সামসুল ইসলাম,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,ক্যাসাপ্রু মারমা,রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান মো.আব্দুর রহিম চৌধুরী,সেক্রেটারী অমল কান্তি দাশ,নির্বাহী সদস্য গাব্রিয়েল ত্রিপুরা,মো.খলিলুর রহমানসহ সরকারী বিভিন্ন প্রতিষ্টানের উর্ধতন কর্মকর্তা এবং রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।