আগস্ট এর প্রথম সপ্তাহ এ অতিবৃষ্টি,ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপুল ক্ষতিগ্রস্থ হয়েছে বান্দরবানের জনসাধারন ও ছোটবড় স্থাপনা।এই প্রকৃতিক দুর্যোগে বান্দরবান এর বেশিরভাগ পাড়াকেন্দ্রগুলিও ক্ষতিগ্রস্ত হয়।বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা জেলা সদরের গোয়ালিয়া খোলা,রেইছা বাজার,বিক্রিছড়া,লেমুঝিড়ি রোয়াজা পাড়া এলাকায় অবস্থিত ক্ষতিগ্রস্থ পাড়া কেন্দ্রগুলি পরিদর্শন করেন।
এ সময় ইউনিসেফের রাঙামাটি জেলার প্রোগ্রাম অফিসার মংক্রাই,পার্বত্য চট্টগ্রাম টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের বান্দরবান জেলার সহকারী প্রকল্প ব্যবস্থাপক থুইমাপ্রু মারমা,ইউপি চেয়ারম্যান অংসাহ্লা মারমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জানা যায়,পাড়া কেন্দ্রগুলোর মাধ্যমে পার্বত্য এলাকায় প্রান্তিক শিশুদের প্রাক-প্রাথমিক পাঠদান,প্রাথমিক চিকিৎসা, কিশোরীদের স্বাস্থ্যসেবা,জনসচেতনতাসহ নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।পার্বত্য চট্টগ্রাম টেকসই সামাজিক সেবা প্রদান নাম এর প্রকল্পটিতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনিসেফ সহায়তা করছে।
এবিষয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন,কয়েকটি পাড়াকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছি।এর মধ্যে কিছু কিছু কেন্দ্র আংশিক আর কিছু কেন্দ্র পুরোটাই ক্ষতিগ্রস্থ হয়েছে।জেলা পরিষদ থেকে এগুলো মেরামত করার জন্য সহযোগিতা করা হবে।প্রকল্প সূত্রে জানা গেছে,বান্দরবান জেলায় ১ হাজার ৩০০টি পাড়াকেন্দ্র রয়েছে।তবে এবারের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্থ পাড়াকেন্দ্রের মধ্যে বান্দরবান জেলায় রয়েছে ১০৮টি।