

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে পৌর আওয়ামীলীগ ও মিনি ট্রাক মালিক সমিতির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।আজ রোববার (১৪ জুলাই) সকালে বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে পৌর আওয়ামীলীগ ও মিনি ট্রাক মালিক সমিতির উদ্যোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।এসময় পৌর এলাকার মোট ১০টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সহধর্মিনী মেহ্লা প্রু।ত্রাণ সামগ্রী বিতরণে এসময় আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ ও মিনি ট্রাক মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ,জেলা পরিষদ সদস্য তিং তিং ম্যা,সাধারণ সম্পাদক সামশুল ইসলাম,পৌর আওয়ামীলীগ নেতা কামাল পাশা,মং মং সিং মারমা,বাবলা বৈদ্য,মহিলা নেত্রী এমেচিং মারমাসহ প্রমুখ।
এসময় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থ পৌর এলাকার মোট ১০টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া মানুষের মাঝে মোট ২ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।