বান্দরবানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ আগস্ট) বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় মাঠ এ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।জেলা প্রশাসন আয়োজিত মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম এর বিভাগীয় কমিশনার মো.তোফায়েল ইসলাম।
প্রধান অতিথি এর বক্তব্যকালে বিভাগীয় কমিশনার মো.তোফায়েল ইসলাম সরকার এর পাশাপাশি বন্যার্তদের পাশে সমাজের দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।তিনি বলেন,এবার এর বন্যায় যে ক্ষয়ক্ষতি তা কাটিয়ে উঠতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।আশাকরি খুব দ্রুত সময়ে সংকট কাটিয়ে উঠতে পারবে জনসাধারন।প্রশাসন এই সংকট মোকাবেলায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।এসময় তিনি সাহসিকতার সাথে দায়িত্ব পালন করায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানান।
এছাড়াও বান্দরবান জেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবস এর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন করেন চট্রগ্রামের বিভাগীয় কমিশনার মো.তোফায়েল ইসলাম।এসব কর্মসূচিতে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন,পুলিশ সুপার সৈকত শাহিন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফজলুর রহমান,পৌর মেয়র মো.সামসুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়,এদিন বিভাগীয় কমিশনার মো.তোফায়েল ইসলাম বন্যায় প্লাবিত বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশন,বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়,জেলা কারাগার, পাবলিক লাইব্রেরীসহ বেশকিছু সরকারি কার্যালয় পরিদর্শন করেন।এসময় তিনি এসব প্রতিষ্ঠানের দায়িত্বশীল দের সাথে কথা বলেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।