

বান্দরবান অফিসঃ-‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে,লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বান্দরবানে পালন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।এ উপলক্ষে সকালে শহরের জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় আলোচনা সভা অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও জেলা দায়রা জজ লা মং এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃআসলাম হোসেন,পুলিশ সুপার মোঃজাকির হোসেন মজুমদার,জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদীন,হোটেল হিলটনের পরিচালক মোঃইসমাঈলসহ প্রমুখ।এ সময় সভায় বক্তারা বলেন গরীব-দুঃখী মানুষ অভাবে আর কোন বিচার থেকে বঞ্চিত হতে হবে না। গরিব দুঃখী মানুষের আইনি সহায়তা করবে আইনগত সহায়তা প্রদান কমিটি এবং গরিব দুঃখী মানুষের আইনের সহায়তা পাওয়ার অধিকার মৌলিক।
আলোচনা শেষে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং রক্তদান কর্মসূচীর উদ্ভোধন করেন ।