

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-নানা কর্মসূচীর মধ্য দিয়ে বান্দরবানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।ভোরে শহরের মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রথম প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।পরে জেলা প্রশাসন,জেলা পরিষদ,পুলিশ সহ অন্যান্য সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ হতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।দিবসটি উপলক্ষে আলোচনা সভা,মিলাদ মাহফিল,শোক র্যালী,কাঙ্গালী ভোজ, সেচ্ছায় রক্তদান কর্মসূচীসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এসময় জেলা প্রশাসক প্রাঙ্গনে সমাবেশে প্রধান অতিথি প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি চেতনার নাম।যা হত্যার মাধ্যমে শেষ করে দিতে চেয়েছিল ঘাতকরা।কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষের নিঃশ্বাসের সাথে জড়িয়ে রয়েছে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান।বাঙ্গালী জাতি যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন থাকবে।