

১৫ আগস্ট জাতীয় শোক দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ১৭ আগস্ট ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে ও ২১ আগস্ট নৃশংস গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে বান্দরবান শহর আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার বিকালে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় বান্দরবান শহর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশ নয়, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ আর বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। যার জন্ম না হলে আজ বাঙ্গালী জাতি একটি লাল সবুজের পতাকা পেতনা। এসময় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন,আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ সু:খ শান্তিতে দিন কাটায়, আর অন্য রাজনৈতিক দল ক্ষমতায় আসলে দেশে হত্যা,গুম ও রাহাজানি বেড়ে যায়।বান্দরবান শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী,সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, সাবেক যুগ্ন-সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, ক্য সা প্রু, অজিত কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য ফিলিপ ত্রিপুরা, জেলা যুবলীগের আহবায়ক কেলুমং মারমা, জেলা কৃষকলীগের সভাপতি প্রজ্ঞাসার বড়–য়া পাপন সহ জেলা-উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।