

বান্দরবান বক্সিং ক্লাব ও অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকমের যৌথ উদ্যোগে বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে বান্দরবান পৌরসভার কনফারেন্স রুমে বক্সিং ক্লাবের চেয়ারম্যান মাহফুজুর রশীদ বাচ্চুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিদায় সংবর্ধনা গ্রহণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা।বান্দরবান বক্সিং ক্লাবের ম্যানেজমেন্ট এন্ড কমিউনিকেশন ডিরেক্টর লুৎফুর রহমান (উজ্জ্বল) এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো.মামুনুর রশীদ।৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো.ওমর ফারুক,পৌরসচিব মো.তৌহিদুল ইসলাম এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের প্রধান অতিথি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফাকে বিদায়ী সম্মাননা স্বারক তুলে দেন বক্সিং ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা।একই অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সিএইচটি টাইমস ডটকমের বিশেষ লগো সম্বলিত এক সেট জার্সি উপহার হিসেবে বক্সিং ক্লাবের খেলোয়াড়দের হাতে তুলে দেন।অনুষ্ঠানে বিগত ৩১ মার্চ ঐতিহাসিক রাজার মাঠে অনুষ্ঠিত স্বাধীনতা কাপ বক্সিং টুর্নামেন্ট”২২ এর দুই শাইনিং বক্সার লুবায়েত লুবু ও সিং সিং প্রু কে সম্মাননা স্বারক প্রদান করা হয়।এছাড়াও এই টুর্নামেন্টের দুই মিডিয়া পার্টনার খোলাচোখ ডটকম এর ফরিদুল আলম সুমন এবং সিএইচটি টুডে ডটকম এর কৌশিক দাশগুপ্ত কে সম্মাননা স্বারক তুলে দেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার।এসময় উপজেলা নির্বাহী অফিসার সংবর্ধনা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন,বিদায় বেলায় বান্দরবান বক্সিং ক্লাব এবং সিএইচটি টাইমস ডটকমের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।বান্দরবানের ক্রীড়াঙ্গন এগিয়ে যাক এই শুভকামনা জানাচ্ছি।অসুস্থতার কারনে অনুপস্থিত থাকায় অনুষ্ঠানের সভাপতি মাহফু্ুজুর রশীদ (বাচ্চু) এর পক্ষে অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম এডিটর লুৎফুর রহমান (উজ্জ্বল) অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।এসময় দৈনিক সারাবেলা পত্রিকার বান্দরবান প্রতিনিধি আকাশ মার্মা,ফারহান লাবিব রশীদ,সাইফুল ইসলামসহ বক্সিং ক্লাবের জাতীয় পদকজয়ী খেলোয়াড় লিমা ত্রিপুরা,প্রীতি ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।