বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশন এর সাধারণ সভা ও নির্বাচন'২০১৯ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার (২১ জুন) জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে এই সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।সকাল দশটায় সাধারণ সভার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে বেলা সাড়ে এগারোটায় এসোসিয়েশন এর সভাপতি ও সাধারণ সভার প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি বক্তব্য প্রদান করেন।দীর্ঘ বক্তব্যে তিনি তাঁর রেফারী জীবনের গুরুত্বপূর্ণ বিষয় সারাদেশ থেকে সাধারণ সভায় যোগ দেয়া নবীন ও প্রবীণ রেফারীদের সামনে উপস্থাপন করেন।এসময় তিনি এসোসিয়েশন এর সাবেক দায়িত্বশীল সকল নেতৃবৃন্দ কে গভীর শ্রদ্ধার সাথে স্বরন করেন এবং যারা পরলোকগমন করেছেন তাদের আত্মার শান্তি কামনা করেন।বিগত তিন বছর দায়িত্ব পালন কালে এসোসিয়েশন এর সকল ব্যর্থতার দায়ভার তিনি নিজের কাঁধে তুলে নেন এবং আগামী তিন বছর এসোসিয়েশন এর কর্মকান্ড সফল করতে সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন।সাধারণ সভায় এসোসিয়েশন এর সাংগঠনিক প্রতিবেদন পেশ করা হয়।সাধারণ সভা শেষে বিভিন্ন জেলার রেফারী উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন জেলা রেফারীজ এসোসিয়েশন কে সম্মাননা স্বারক তুলে দেন এসোসিয়েশন এর সভাপতি বীর বাহাদুর উশৈসিং এম,পি।এসোসিয়েশন এর সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে টানা দ্বিতীয়বার এর মতো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি কে রেফারীজ এসোসিয়েশন এর সভাপতি হিসেবে নির্বাবাচিত করা হয়।নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া ৩ জন সহসভাপতি,৩জন যুগ্ম সাধারণ সম্পাদক,১জন কোষাধক্য এবং ৯জন সদস্য নিয়ে নতুন বোর্ড গঠিত হয়।নির্বাচনে ওসমান গণি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।সারা দেশ থেকে আসা বিভিন্ন জেলার রেফারীজ এসোসিয়েশন এর সদস্যরা প্রত্যক্ষ ভোটে নতুন নেতা নির্বাচন করেন।সাধারণ সভা শেষে বিকেলেই এসোসিয়েশন এর সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং রাতেই সকল প্রার্থীদের সামনে ভোট গননা সম্পন্ন করেন নির্বাচন পরিচালনার জন্য গঠিত এডহক কমিটি।নির্বাচন পরিচালনার জন্য গঠিত এডহক কমিটির আহবায়ক ও বাফুফের রেফারীজ কমিটির ডেপুটি চেয়ারম্যান হাজী মোঃ ইব্রাহিম নেসার বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।নবনির্বাচিত এই কমিটি ২০২১ সাল পর্যন্ত তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।এদিকে টানা দ্বিতীয় মেয়াদের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি রেফারীজ এসোসিয়েশন এর সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় পার্বত্য মন্ত্রীর নিজ জেলা বান্দরবান সহ সমগ্র পার্বত্য চট্টগ্রামের আওয়ামীলীগ নেতাকর্মীরা তাদের প্রিয় নেতার এমন অর্জনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিপুলভাবে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।এবিষয়ে বান্দরবান জেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম বাবু সিএইচটি টাইমস ডটকমকে প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে বলেন,পার্বত্য অঞ্চলের অবিসংবাদীত নেতা,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার,পার্বত্য চট্টগ্রামের শান্তি সম্প্রীতি উন্নয়ন এর নীতিনির্ধারক মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী পার্বত্য বীর বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি এখন শুধু পার্বত্য অঞ্চল নয় সমগ্র বাংলাদেশের উন্নয়ন ও রাজনীতির অবিচ্ছেদ্য একটি অংশ-একটি ইতিহাস।উনার যেকোনও অর্জনে বান্দরবান তথা পার্বত্য চট্টগ্রাম এর সর্বস্তরের জনগণ কে আনন্দিত করে,আমি বান্দরবান জেলা কৃষকলীগের প্রতিটি নেতাকর্মীর পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশন এর নবনির্বাচিত সভাপতি বাবু বীর বাহাদুর উশৈসিং এম,পি কে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি।পাশাপাশি বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশন এর প্রতিটি সদস্যকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের গৌরব বাবু বীর বাহাদুর উশৈসিং এম,পি মহোদয়ের উপর আস্থা রেখে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত করার জন্য।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.