

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান পার্বত্য জেলার বোমাং সার্কেলের ১৬ তম প্রয়াত রাজা উঃ ক্যসাই প্রু (কে, এস, প্রু)’র সহধর্মিনী ড: ড এ সাং শনিবার সকাল পৌনে ১২ টার দিকে জেলা শহরের মধ্যম পাড়ার নিজ বাড়িতে পরলোকগমন করেছেন।মৃত্যু কালে তার বয়স ৮৩ বছর,তিনি পাঁচ মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারনে সুস্থ ছিলেন।পরিবারিক সূত্রে জানা গেছে,তিনি আজ ১০টার দিকে নাস্তা খেয়ে নিজ শয়ন কক্ষে শুয়ে পড়েন।পৌনে ১২টার দিকে তার নাতী ডাকতে গেলে তাকে মৃত অবস্থায় পান,ধারণা করা হচ্ছে তিনি ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন।