

ভ্রমন পিপাসু পর্যটকদের কথা বিবেচনায় নিয়ে প্রান্তিক লেক এর বিস্তৃত এলাকাজুড়ে বান্দরবান জেলা প্রশাসন এর উদ্যোগে শোভাবর্ধনকারী বাগান পুষ্পগিরি নামক একটি বৃক্ষ বাগান সৃজন করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পুষ্পগিরি”র শুভ উদ্বোধন করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান এর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এসময় মন্ত্রী বীর বাহাদুর একটি ছাতিম গাছ এর চারা রোপণ করেন এবং এমন উদ্যোগ এর প্রশংসা করেন।এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম,বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোর্শেদ,বিভাগীয় বন কর্মকর্তা (পাল্পউড প্ল্যান্টেশন) মাহমুদুল হাসান,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,প্রেসক্লাব সেক্রেটারি মিনারুল হক,অফিসার ইনচার্জ মো.রফিকুল ইসলাম পিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়,প্রান্তিক লেকজুড়ে দশ একর জায়গায় বিস্তৃত বাগানটিতে দশ একর জায়গায় হিজল,জারুল,কৃষ্ণচুড়া,পলাশ,কাঞ্চন,শিমুল সহ ৭টি প্রজাতির সর্বমোট ৮ সহস্রাধিক চারা রোপণ করা হচ্ছে।উল্লেখ্য,জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে জেলা প্রশাসন নিয়ন্ত্রিত পর্যটন কেন্দ্র গুলোতে পর্যটকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন।মেঘলা পর্যটন কেন্দ্রে ব্রেস্ট ফিডিং কর্নার,নামাজঘর,নীলাচল পর্যটন কেন্দ্রে ব্রান্ডিং বান্দরবান,স্বপ্ন চত্বর,বিভিন্ন পর্যটন কেন্দ্রের আধুনিক শৌচাগার নির্মাণসহ নানা স্থাপনা ও উদ্যোগ বাস্তবায়ন করে পর্যটকদের নির্মল বিনোদন নিশ্চিত করার প্রয়াস অব্যাহত রেখেছেন।
এরই অংশ হিসেবে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রান্তিক লেক এর দশ একর জায়গা নিয়ে পুষ্পগিরি নামক শোভাবর্ধনকারী বাগান তৈরির সিদ্ধান্ত নেন এবং এরই ধারাবাহিকতায় এই বাগানের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হলো।বান্দরবান জেলা প্রশাসন এর উদ্যোগে বাস্তবায়িত এই বাগান টি পরিপূর্ণ হলে আগামী তে পর্যটকদের আকর্ষণীয় একটি জায়গায় পরিণত হবে এমনটাই আশাবাদ জানিয়েছেন বান্দরবান এর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।