

করোনাকালীন পরিস্থিতিতে পার্বত্য জেলা বান্দরবানের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিআরডিবির উদ্যোগে প্রায় ১ কোটি ১২ লক্ষ টাকার আর্থিক প্রণোদনা ঋণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।সোমবার (২ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এ সময় সদর উপজেলার ৩০ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে ৫৫ লক্ষ ৫০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন,সদর উপজেলা চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ,সদর,বিআরডিবির জেলা কর্মকর্তা সুইক্রাচিং মারমা প্রমুখ।পরে মন্ত্রী মৎস্য চাষ, পশুপালন,পোল্ট্রি খামারি সহ বিভিন্ন পর্যায়ের প্রান্তিক উদ্যোক্তাদের মাঝে অনুদানের ঋণ বিতরণ করেন।