সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২২ এ চূড়ান্তভাবে নির্বাচিত ২৭৬ জন সহকারি শিক্ষকদের নিয়োগপত্র হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।শনিবার (৩০ জুলাই) জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
অনুষ্ঠানে মন্ত্রী বীর বাহাদুর বলেন,আদর্শবান শিক্ষক হিসেবে বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে।আগামী প্রজন্মের প্রতিটি শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষা কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন।একটি সুন্দর দেশ ও স্বনির্ভর জাতি গড়ে তুলতে হলে উন্নত ও মানসম্মত শিক্ষার কোনও বিকল্প নাই।আওয়ামীলীগ সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন,নিয়োগ প্রক্রিয়াটিকে বিতর্কিত করতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর বিরুদ্ধে নানারকম গুজব ছড়ানো হয়েছে।একটি মহল এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে অযাচিত মন্তব্য করে নিয়োগ প্রক্রিয়া কে কলুষিত করার অপচেষ্টা করে।আগেও বলেছি এবং আজকে আবারও বলছি শতভাগ নিরপেক্ষতা এবং স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।তবে দুষ্টলোকের খপ্পরে পড়ে কেউ কেউ আমাদের নামে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে।
এসময় সরকারিভাবে ডোপ টেস্ট শেষে রিপোর্ট এবং যাবতীয় কাগজপত্র শিক্ষা অফিসে জমা করে স্ব স্ব প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করার জন্য নির্দেশ দেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।
অনুষ্ঠানে জেলা পরিষদ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাওসার হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মো.ছাদেক,অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমান,জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস,ক্যা সা প্রু,মোজাম্মেল হক বাহাদুর,সিং ইয়ং ম্রো,তিং তিং,ফাতেমা পারুল,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.সফিউল ইসলাম,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।