

গরীব,অসহায়,দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ ডিসেম্বর) বান্দরবান পৌর শহর এর ৯নং ওয়ার্ডে এই শীতবস্ত্র বিতরন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শীতবস্ত্র বিতরন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ,নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস এসময় উপস্থিত ছিলেন।এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,তীব্র শীতে যেন কোন মানুষের কষ্ট না হয়,সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর শুভেচ্ছা উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।প্রতি বছর পাহাড় এর শীতার্ত মানুষের মাঝে জেলা প্রশাসন শীতবস্ত্র বিতরণ করে আসছে।এরই ধারাবাহিকতায় এ বছরও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।করোনা মহামারির শুরু থেকে খাদ্যসহ বিভিন্ন সহায়তা নিয়ে জেলা প্রশাসন সাধারন অসহায় মানুষের পাশে আছে।আগামীতেও অসহায় মানুষের জন্য জেলা প্রশাসন এর মানবিক সহায়তা অব্যহত থাকবে।
সুত্রে জানা যায়,বান্দরবান জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উপহার হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করে।এদিন টাংকি পাহাড় ও ইসলামপুর এলাকায় শতাধিক অসহায় হতদরিদ্র মানুষ এর মাঝে এই শীতবস্ত্র বিতরন করা হয়।