বান্দরবান ত্রিপুরা কল্যাণ সংসদের কনফারেন্স হল ও কার্যালয় ভবনের সমাপ্তকৃত সংস্কার কাজের উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শনিবার (০৫ নভেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২৩ লক্ষ টাকা ব্যয়ে ত্রিপুরা কল্যাণ সংসদের কনফারেন্স হল ও পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ১৫ লক্ষ টাকা ব্যয়ে ত্রিপুরা কল্যাণ সংসদের কার্যালয় ভবনের সমাপ্তকৃত সংস্কার কাজের উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম, পার্বত্য জেলা পরিষদের সদস্য সত্যহা পানজি ত্রিপুরা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত,পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমান,বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা,বান্দরবান জেলা শাখার সভাপতি এ্যাড.খুশীরায় ত্রিপুরা,সহ-সভাপতি গাব্রিয়েল ত্রিপুরা,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ প্রমুখ।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন,বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার প্রত্যেক ধর্মের মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।এখানে প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য মসজিদ, মন্দির,বৌদ্ধ বিহার ও গীর্জা নির্মানের ফলে সানন্দে ধর্মীয় উৎসব পালন করতে পারছে।এসময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি আরো বলেন,বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব সুন্দরভাবে উদযাপন করতে পারছে।