পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখান এবং স্বপ্নের বাস্তবায়ন করেন।আধুনিক বান্দরবান বির্নিমানের অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলার সকল উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে অনুমোদন দেন মাননীয় প্রধানমন্ত্রী।
যোগাযোগ,শিক্ষা,স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে বান্দরবান এগিয়ে যাচ্ছে।সরকার আন্তরিক বলেই জনসাধারণ এর জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে বিভিন্ন ব্রীজ,কালভাট,শিক্ষা প্রতিষ্ঠানসহ সড়ক যোগাযোগ ব্যবস্থার দৃশ্যমান উন্নয়ন হয়েছে।
তিনি আরো বলেন,বান্দরবানসহ ৩ পার্বত্য জেলায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেকগুলো উন্নয়ন প্রকল্প এর কাজ চলমান রয়েছে।এই উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন শেষ হলে পার্বত্য এলাকার চিত্র বদলে যাবে।এর সুফল ভোগ করবে তিন পার্বত্য জেলার কয়েক লাখ মানুষ।প্রান্তিক জনগোষ্ঠীর উন্নত জীবনমান এর ছবি দৃশ্যমাণ হবে।
শনিবার (২ জুন) লামা উপজেলায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে মাতামহুরী নদীর উপর নির্মিত রুপসীপাড়া-শিলেরতোয়া সড়কে ১৮৪ মিটার এবং সি সি গার্ডার ব্রীজ উদ্বোধন শেষে একটি সভায় প্রধান অতিথির বক্তব্যকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।
একইদিন মন্ত্রী বীর বাহাদুর,গজালিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১৪ কোটি ৮০ লক্ষ টাকার বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।অনুষ্ঠানে তিনি,স্থানীয় বাসিন্দাদের মাঝে ৬২৫টি সোলার হোম সিস্টেম,২০ বান টেউটিন,৭০ জনকে কৃষি প্রণোদনা এবং ২০ টি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করেন।এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়ন কমিটির সদস্য মো.হারুন-উর-রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর,টিং টিং ম্যা,স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাজমুস সাদাত মো.জিল্লুর রহমান,লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোস্তফা জামাল,ইউএনও মোস্তফা জাবেদ কায়সার,পৌর মেয়র মো.জহিরুল ইসলামসহ স্থানীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।