বান্দরবান লোকাল ট্রাক-মিনিট্রাক মালিক সমবায় সমিতি বাজেট ঘোষণা করেছে।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) একটি হিলটন কনফারেন্স কক্ষে প্রথমবারের মতো এই বাজেট ঘোষনা করে সমিতির নেতৃবৃন্দ।সাংবাদ সম্মেলন করে ২০২৩-২৪ সালের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন সমিতির সভাপতি অমল কান্তি দাশ।সংবাদ সম্মেলনে জানানো আগে যেসব সম্পদ স্থিত ছিল বর্তমান বাজারমূল্য অনুযায়ী তা নির্ধারণ করে সমবায় সমিতি আইন ও বিধিমালা অনুযায়ী এবারই প্রথমবারের মতো বাজেট ঘোষণা করা হচ্ছে।যা ইতিপূর্বে বান্দরবানে আর কোনও সমিতি করতে পারেনি।
ঘোষিত বাজেটে ৮ টি খাতে ২০২৩-২৪ অর্থ বছরে মোট আয় দেখানো হয়েছে ৬১ লাখ ৫৬ হাজার টাকা।বিপরীতে ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৭৪ হাজার ৪৪৪ টাকা।বাজেটে বর্তমান বাজারমূল্য নির্ধারণ পূর্বক সমিতির শেয়ার,সঞ্চয়,ভবনের শেয়ার,পুনঃ নির্ধারণ করা হয়েছে।
এসময় সমিতির সভাপতি অমল কান্তি দাশ বলেন, ভবিষ্যতে বান্দরবান ট্রাক-মিনিট্রাক মালিক সমবায় সমিতিকে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে মডেল সমিতি হিসেবে রূপান্তরিত করার জন্য সকল কাজে সমিতির স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে জানান।বাজেট ঘোষনা এরই একটি অংশ এবং এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।এসময় তিনি সমিতির সার্বিক কার্যক্রমে বান্দরবানের ছয়বারের নির্বাচিত সাংসদ ও পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এর নানা সহযোগিতার বিযয়টি উল্লেখ করেন এবং সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
এসময় সমিতির সহসভাপতি মুছা কোম্পানি,সাধারণ সম্পাদক হাজী শফিকুল আলম বাবুল,যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিলন,সাংগঠনিক সম্পাদক জামাল আবু নাছের,দপ্তর সম্পাদক মো.মহিউদ্দীন,প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়,সদস্য খলিলুর রহমান (সোহাগ) প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য,বান্দরবান লোকাল ট্রাক-মিনিট্রাক মালিক সমিতি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়।বর্তমানে এই সমিতির মোট সদস্য সংখ্যা ৩৮৫ জন।