পাহাড় কাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনকে নির্দেশ দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী


প্রকাশের সময় :২২ জুন, ২০১৭ ২:২৪ : পূর্বাহ্ণ 706 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পাহাড় কাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর।সেই সাথে জেলায় রোহিঙ্গা বসতি বন্ধে রাবার বাগানসহ খামার বাড়ি ও বিভিন্ন এলাকায় অভিযানের কথাও বলেছেন প্রতিমন্ত্রী।গতকাল (২১ জুন) বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জনপ্রতিনিধিদের সাথে প্রশাসনের এক বৈঠকে প্রতিমন্ত্রী এই নির্দেশনা প্রদান করেন।জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মোঃতানভির আজম সিদ্দিকি, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস,পৌর মেয়র মোঃইসলাম বেবী প্রমুখ।এছাড়া সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা প্রশাসনের সহকারী কমিশনারেরা উপস্থিত ছিলেন।সভায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃআলম জানান তার এলাকায় বিভিন্ন রাবার বাগান খামার বাড়িসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে রোহিঙ্গারা বসতি স্থাপন করছে।এর আগে ইউনিয়নে ১৬’শ রোহিঙ্গা ভোটার তালিকাভুক্ত হয়েছে।লামা উপজেলার গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোইচিং মারমা জানান তার এলাকাতেও রোহিঙ্গা বসতি রয়েছে।তবে নতুন করে যাতে কোনো সমস্যা না হয় সে জন্য প্রশাসনসহ সবার সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে।সভায় পুলিশ সুপার জানান নাইক্ষ্যংছড়ির কিছু এলাকায় রোহিঙ্গাদের এপারে নিয়ে আসতে একটি দালাল শ্রেণি তৈরি হয়েছে। এদের চিহ্নিত করা হয়েছে।খুব শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।সেই সাথে জঙ্গি তৎপরতা দমনে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।সভায় বক্তব্য রাখতে গিয়ে বীর বাহাদুর পাহাড়ধসে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন,পাহাড় কাটা,অবাধে বৃক্ষ নিধনসহ বিভিন্ন কারণে পাহাড়ধসের ঘটনা ঘটছে।মানুষসৃষ্ট এই কারণগুলো চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।এ সময় পাহাড় কাটা বন্ধের জন্য তিনি প্রশাসনকে অভিযান চালানোর নির্দেশ প্রদান করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!