পাহাড়ে শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকাঃ জাগো স্কুলকে জেলা প্রশাসক এর ২ লক্ষ টাকা অনুদান


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২৭ জুলাই, ২০২২ ৪:৩০ : অপরাহ্ণ 255 Views

জাগো ফাউন্ডেশন স্কুল পরিদর্শন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।মঙ্গলবার (২৬ জুলাই) তিনি জেলার লালমোহন বাগান সংলগ্ন দাঁতভাঙ্গা পাড়া এলাকায় অবস্থিত স্কুলটির অনলাইন শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।পরে অভিবাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জাগো স্কুল কার্যক্রম এর ভূয়সী প্রশংসা করেন।তিনি বলেন,পাহাড়ী জনপদে এই ধরনের একটি স্কুলে মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে এটি প্রশংসনীয়।এসময় তিনি অভিবাবক মহলকে শিক্ষার্থীরা যাতে মাদক এবং কিশোর অপরাধ এর সাথে জড়াতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে আহবান জানান।পাশাপাশি জেলা প্রশাসক স্থানীয় অভিবাবক মহলকে বাল্যবিবাহ নিয়ে সতর্ক করেন।তিনি বলেন,বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে সরকার।এইক্ষেত্রে প্রশাসন বাল্যবিবাহ প্রতিরোধে শূন্য সহিষ্ণুতা অবলম্বন করেছে।

তিনি আরও বলেন,বর্তমান সমাজে নারীরা এখন আর পিছিয়ে নেই।নারীদের আর্থসামাজিক উন্নয়ন এর পাশাপাশি সরকার নারীদের অর্থনৈতিক অবস্থানও সুনিশ্চিত করেছে।বাংলাদেশের নারীরা এখন সারা বিশ্ববাসীর কাছে নতুন এক বিশ্বয়।সর্বক্ষেত্রে নারীদের পারিবারিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক গুলো আইন প্রনয়ণ করেছেন।নারীর ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতিটি দপ্তর কে নির্দেশনা দেয়া হয়েছে।এদিন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বান্দরবান এর মতো একটি জেলায় শিশুদের শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করে যাওয়া জাগো ফাউন্ডেশন স্কুল কে ২ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।এসময় তিনি শ্রেণী কক্ষ পরিদর্শন কালে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের ইংরেজী ভাষার দক্ষতা দেখে প্রশংসা করেন।

এই দুর্গম পার্বত্য এলাকার শিক্ষা বিস্তারে অনুপ্রেরণা ও সহযোগিতা প্রদানের জন্য জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি কে স্থানীয় অভিবাবক মহল,শিক্ষক, শিক্ষিকাসহ স্থানীয় বাসিন্দারা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।পাশাপাশি অভিবাবক এবং সংশ্লিষ্ট স্কুল কতৃপক্ষ সমতল জায়গায় একটি স্কুল ক্যাম্পাস তৈরির গুরুত্ব জেলা প্রশাসক বরাবরে তুলে ধরলে জেলা প্রশাসক গুরুত্ব সহকারে বিষয়টি গ্রহণ করেন এবং সর্বোচ্চ সহযোগিতা করবেন বলেও তাদেরকে আশ্বস্ত করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস,এডুকেশন কোঅর্ডিনেটর (জাগো স্কুল) কাশফিয়া আহমেদ,এডমিন অফিসার সাইদুল ইসলাম মিঠু এসময় উপস্থিত ছিলেন।জানা যায়,জাগো ফাউন্ডেশন এর এই অনলাইন স্কুলটি তে ২৭৬ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে।এই স্কুলে ফিজিক্যাল টিচার হিসেবে ১২ জন শিক্ষক সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুটি শিফটে ক্লাস নিয়ে থাকেন।উল্লেখ্য,ঢাকা থেকে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সিসকোর ‘ওয়েবয়েক্স’ নামের সফটওয়্যার এর মাধ্যমে স্কাইপ সহায়তায় লাইভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লাস নেওয়া হয়।সরকারি শিক্ষা কারিকুলাম অনুযায়ী এই স্কুলে পাঠদান করানো হয়।প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীরা এই স্কুলে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!