পাহাড়ের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রয়েছে: ব্রিগেডিয়ার জেনারেল মো.জিয়াউল হক


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৮ আগস্ট, ২০২২ ৬:২৪ : অপরাহ্ণ 451 Views

বান্দরবান সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.জিয়াউল হক এনডিসি,এএফডব্লিউসি, পিএসসি বলেছেন,পার্বত্য চট্টগ্রাম তথা বান্দরবান পার্বত্য জেলার শান্তি,সম্প্রীতি ও উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রয়েছে।ভবিষ্যতে পাহাড়ে বসবাসকারী তরুণ সমাজকে উদ্ভাবনী কাজের প্রতি উৎসাহিত করতে হবে।

খেলাধুলা,নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার,সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।জুম চাষের বিকল্প হিসেবে প্রযুক্তির মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সাংবাদিকদের সহায়ক ভূমিকা পালন করতে হবে।বান্দরবান সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো.জিয়াউল হক,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি সাংবাদিকদের সাথে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।অনুষ্ঠানে সম্মানিত রিজিয়ন কমান্ডার বলেন,বান্দরবান জেলাসহ সকল উপজেলার প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে বান্দরবান অঞ্চলের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।একই সঙ্গে তিনি সাংবাদিকদের প্রশংসা করেন যারা বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে তাদের পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন।

রিজিয়ন কমান্ডার সকল জাতিগোষ্ঠীর নিজস্ব রীতিনীতি সংরক্ষণ,দূর্গম এলাকায় নিরাপত্তা বাহিনীর তৎপরতার তথ্য,গুজব নির্মূল এবং পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস নির্মূলে সাংবাদিকদের ভূমিকা নিয়েও আলোচনা করেন।তিনি পার্বত্য এলাকার উন্নয়নের বর্তমান ধারা তথ্যভিত্তিক সংবাদের মাধ্যমে সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।সোমবার (৮ আগস্ট) সকালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বান্দরবান সেনা রিজিয়ন আয়োজিত অনুষ্ঠানে বান্দরবান বিজিবি সেক্টর হেডকোয়ার্টার কমান্ডার,সকল জোন কমান্ডার,রিজিয়ন এর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুরুতে রিজিয়ন কমান্ডার যৌথ ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করেন।অনুষ্ঠানে ০৭টি উপজেলার প্রেসক্লাব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৭০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে জেলা ও উপজেলার প্রতিটি প্রেসক্লাবে ল্যাপটপ বিতরণ করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!