

মোহাম্মদ আলী বান্দরবান জেলা প্রতিনিধি:-বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্বোধন করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য জেলা পরিষদের তত্বাবধানে ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবন উদ্বোধন করেন।পরে পার্বত্য জেলা পরিষদের তত্বাবধানে ২ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে মেঘলায় জেলা পরিষদের অফিস কমপ্লেক্স হস্তান্তরিত বিভিন্ন দপ্তরের জন্য অফিস ভবন উদ্বোধন ও ৫ কোটি ৫৯ লক্ষ টাকা ব্যয়ে পার্বত্য জেলা পরিষদের তত্তাবধানে কনফারেন্স হল সহ তিনতলা ভবনের উদ্বোধন করেন।উদ্বোধন শেষে পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাসের সঞ্চালনায় উদ্বোধনী আলোচনা সভায় পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্য সা প্রু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,অতিরিক্ত পুলিশ সুপার মো.কামরুজ্জামান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা:অংচালু, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো.মাহাবুবর রহমান,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা,সদস্য জুয়েল বম, সদস্য থোয়াইহ্লা মং মারমা,সদস্য মোস্তফা জামাল,সদস্য ফিলিপ ত্রিপুরা,সদস্য সিং ইয়ং ম্রো,সদস্য তিংতিং ম্যা,ফাতেমা পারুল,সদস্য ম্রাসা খেয়াং,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলতাফ হোসেন,৩নং ওর্য়াড পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ সহ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।বর্তমান আওয়ামীলীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার।তিনি আরো বলেন,বান্দরবানকে পর্যটক আর্কষণ করে তোলতে জেলার বিভিন্ন স্থানে আমাদের পর্যটন নগরীর আলোকচিত্র স্থাপন করতে হবে।