

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন,পার্বত্য জেলায় যাতায়াতের সুবিধার জন্য রাস্তাঘাট নির্মাণ ও শিক্ষা বিস্তারে বিদ্যালয় নির্মাণসহ সব ধরনের উন্নয়নে সরকার কাজ করছে। তিনি বলেন, ‘বর্তমান সরকারের উদ্যোগে বান্দরবানের দুর্গম এলাকাগুলোতে যাতায়াত অনেক সহজ হয়েছে।অনেক এলাকায় উন্নয়ন অব্যাহত আছে।’ আজ বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে বান্দরবানের ছাউপাড়ায় সড়ক,ব্রিজ, বিদ্যালয়ের দোকানঘর ও ছাত্রাবাস ভবন নির্মাণ কাজের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে তিন কোটি ৮৯ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ছাউপাড়ায় শিলক খালের ওপর সংযোগ সড়কসহ আর.সি.সি গার্ডার ব্রিজ নির্মাণ, ৩০ লাখ টাকা ব্যয়ে চেমী ডলু পাড়া উচ্চ বিদ্যালয়ের দোকান ঘর নিমার্ণ এবং ৩৫ লাখ টাকা ব্যয়ে চেমী ডলু পাড়া বৌদ্ধ বিহারের ছাত্রাবাস ভবনের উদ্বোধন করেন।উদ্বোধনকালে এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্রাসা খেয়াং,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মো.আবদুল আজিজ,নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লা অং মার্মা,সদর উপজেলা ভাইসচেয়ারম্যান সহ সুশীল সমাজের প্রতিনিধিরা।