উন্নয়ন এর ছোঁয়ায় পার্বত্য চট্টগ্রাম এর চেহারা পাল্টে গেছে।শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে।শেখ হাসিনা যতদিন থাকবে ততদিন পার্বত্যঞ্চলের উন্নয়ন হবে।শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই।
মঙ্গলবার সকালে (২০ সেপ্টেম্বর) বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার মনাই পাড়ায় বীর বাহাদুর ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ,শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন,থানচির মত এলাকায় স্কুল, কলেজ হয়েছে,বিদ্যুৎ এসেছে।তিন পার্বত্য জেলার দূর্গম এলাকায় যেখানে বিদ্যুৎ নেই সেখানে প্রথমে ১০ হাজার সোলার বিতরণ করা হয়।এখন আবারও সাড়ে ৪২ হাজার সোলার তিন পার্বত্য জেলায় বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।প্রতিটি দূর্গম জনপদকে বিদ্যুৎ এর আলোয় আলোকিত করা হবে।
মন্ত্রী বলেন,তিন পার্বত্য জেলায় আরো ১ হাজার কোটি টাকা বিদ্যুৎ সম্প্রারণ বরাদ্দ দেয়া হচ্ছে।যেখানে বিদ্যুৎ যায় নেই সেখানে বিদ্যুৎ যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব,ধর্মবান্ধব সরকার।তিনি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন।তিনি এ অঞ্চলের মানুষকে ভালোবাসেন বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপসচিব (সদস্য,বাস্তবায়ন) মো.হারুনুর রশীদ,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সত্যপাঞ্জি ত্রিপুরা,ক্য সা প্রু,সিংইয়ংম্রো,অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন,ইউএনও আবুল মনসুর,নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমান।
আলোচনা সভা শেষে মন্ত্রী ৬০ শিক্ষার্থীর মাঝে ব্যাগ,খাতা কলম ও পানির বোতল বিতরণ করেন। এছাড়াও ক্রিকেট ব্যাট,বল সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রীও বিতরণ করেন।
শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আগে মন্ত্রী ১ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে থানচি বাজারে আরসিসি রাস্তা নির্মাণ,যিবোহা যিরি ছাত্রাবাসে যাওয়ার রাস্তা নির্মাণ,থানচি সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে আপ্রুমং পাড়া বৌদ্ধ বিহার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।পরে ৪০লক্ষ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে মনাই পাড়া স্বধস্মাশ্রী বৌদ্ধ বিহারের ছাত্রাবাস নির্মাণ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।