

পার্বত্য চট্টগ্রামে শান্তি সম্প্রীতি উন্নয়নের পাশাপাশি এ অঞ্চলের মানুষের শিক্ষার মান উন্নয়নে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর চট্টগ্রামের এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ সাইফুল আবেদীন (বিএসপি,এসজিপি,এনডিসি,পিএসসি)।সোমবার (১৫ নভেম্বর) দুপুরে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নতুন একাডেমিক ভবন ও ছাত্রী নিবাস এর উদ্বোধন শেষে বক্তব্য রাখতে গিয়ে সেনাবাহিনীর চট্টগ্রামের এরিয়া কমান্ডার একথা বলেন।এসময় তিনি বলেন, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নতুন একাডেমিক ভবন ও ছাত্রী নিবাস উদ্বোধনের ফলে বিদ্যালয়ে আরেকটি নতুন মাত্রা যোগ হয়েছে আর এর ফলে এখন থেকে বিদ্যালয়ে ছাত্রীদের আবাসনের সুব্যবস্থা হবে। এসময় তিনি আরো বলেন,ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে শিক্ষা গ্রহণ করে পরে বিভিন্ন উচ্চতর শিক্ষা গ্রহণ শেষে অনেকেই শিক্ষাজীবন শেষ করেই প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করছে।এসময় তিনি আরো বলেন,আমি সেদিন সবচাইতে বেশি খুশি হবো যদি বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কোন শিক্ষার্থী যদি কোনদিন সেনাবাহিনীর চট্টগ্রামের এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিযুক্ত হয়।পরে জিওসি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষা প্রতিষ্টানের আঙ্গিনায় একটি গাছের চারা রোপন করেন।শেষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর হলরুমে বান্দরবানের বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃগোষ্টির নেতৃবৃন্দদের সাথে এক আলোচনা সভায় যোগ দেন তিনি।এসময় বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক (এনডিসি, এএফডবি¬উসি, পিএসসি),জোন কমান্ডার লেঃ কর্ণেল আখতার উস সামাদ রাফি, (বিএসপি, পিএসসি), বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর অধ্যক্ষ লে. কর্ণেল সিরাজুল ইসলাম উকিল (পিএইচডি,এইসি)সহ অন্যান্য সেনাকর্মকর্তা, বান্দরবানের বিভিন্ন উপজেলার ১১৭জন ক্ষুদ্র নৃগোষ্টির প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।