পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনে কাজ চলছেঃ পার্বত্য উপদেষ্টা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৩০ ডিসেম্বর, ২০২৪ ২:১৭ : পূর্বাহ্ণ 66 Views

সারাদেশের ন্যায় পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনে কাজ চলছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিককের সাথে কথা বলতে গিয়ে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এমন মন্তব্য করেন।এসময় পার্বত্য উপদেষ্টা বলেন,তিন পার্বত্য জেলার মানুষের একটাই দাবী ভূমি কমিশনকে কার্যকরী করা আর তারই প্রেক্ষিতে পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনের জন্য ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মাধ্যমে ভূমি কমিশনে নিয়োগের কাজ চলছে।এসময় পার্বত্য উপদেষ্টা আরো বলেন, সর্বত্রই এখন ভূমি সমস্যা আর এই সমস্যা নিরসনে সরকারি আইন মোতাবেক স্থানীয় প্রশাসন যথাযথ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।

এসময় পার্বত্য উপদেষ্টা পাহাড়ের সকল সম্প্রদায়ের জন্য সরকারি সকল সুযোগ সুবিধা ন্যাযাতার ভিত্তিতে প্রদান করা এবং মানসম্মত শিক্ষা ও উন্নয়ন করে যাওয়ায় আশাবাদও ব্যক্ত করেন।এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১কোটি টাকা ব্যয়ে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নর্বনির্মিত ভবন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৫ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের উদ্বোধন করেন পার্বত্য উপদেষ্টা।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই,জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব কংকন চাকমা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মোহাম্মদ রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব,ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল উদ্দিন,পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমান,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাতসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!