

বান্দরবান অফিসঃ-বান্দরবান সদরে পর্যটকবাহী একটি গাড়ি খাদে পড়ে একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার লাইমী পাড়ায় এ ঘটনা ঘটে।সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. অং সুই প্রু এ খবর নিশ্চিত করেন।হতাহতের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।তবে জানা গেছে, নিহতের নাম মো.বাদশা (৪০)।হতাহতরা সবাই চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা।প্রত্যক্ষদর্শীরা জানান, লাইমী পাড়ার ঢালু পথ বেয়ে একটি হাইচ (চট্টমেট্রো-চ ১১-৬৬৭৭) দ্রুত বেগে নামছিল।এসময় হঠাৎ গাড়িটি গভীর খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।খবর পেয়ে পুলিশ,দমকল বাহিনী হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।মো.ইমন নামে আহত এক পর্যটক জানান,ফটিকছড়ির রোসাংগিরি এলাকা থেকে চালকসহ ১৭ জন বান্দরবানের নীলগিরিতে বেড়াতে এসেছিলেন।নীলগিরি থেকে ফেরার সময় পাহাড়ের ঢালু পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লাইমী পাড়ার একটি গভীর খাদে পড়ে যায়।এসময় তাদের সঙ্গে থাকা একই এলাকার বাদশা মারা যান এবং চালকসহ ১৬ জন আহত হন।সিভিল সার্জন ডা. অং সুই প্রু বলেন, ‘হাসপাতালে আনার আগেই বাদশার মৃত্যু হয়েছে।আহত ১৬ জনের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।অবস্থা বুঝে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’