

পর্যটন নগরী বান্দরবানের সৌন্দর্য বৃদ্ধি এবং পর্যটকদের আকর্ষণ বাড়াতে সড়ক সজ্জিতকরণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপন শুরু হয়েছে।আজ ২৭ জুন বৃহস্পতিকবার সকালে বান্দরবান-কেরাণীহাট সড়কের বাসস্টেশন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।বান্দরবান বন বিভাগের উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় জেলা শহরের বাসস্টেশন থেকে সুয়ালক পর্যন্ত রাস্তার দুই পার্শ্বে বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপন করা হবে। পর্যটকদের কাছে বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এর নির্দেশ মোতাবেক এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে বিভাগীয় বন কর্মকর্তা জনাব বিপুল কৃষ্ণ দাশ জানান।বৃক্ষরোপন কর্মসূচিতে অন্যান্যদের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান,জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এ.টি.এম কাউসার হোসেন,গোয়েন্দা সংস্থা এন.এস.আই এর যুগ্ম পরিচালক জনাব মোঃশাহজাহান,বিভাগীয় বন কর্মকর্তা জনাব বিপুল কৃষ্ণ দাশ,সদর উপজেলা চেয়ারম্যান জনাব এ.কে.এম জাহাঙ্গীর ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নোমান হোসেন প্রিন্স এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি জনাব আমিনুল ইসলাম বাচ্চুসহ বনবিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।